Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
তথ্য ও সেবা প্রাপ্তিতে আমাদের তথ্য বাতায়নে প্রবেশ করুন
বিস্তারিত

তথ্য ও সেবা প্রাপ্তিতে আমাদের তথ্য বাতায়নে প্রবেশ করুন

  • সিটিজেন চার্টারঃ- সরকারী সেবা প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে নাগরিক সেবা নিশ্চিতকল্পে অফিসে দর্শনীয় স্থানে সিটিজেন চার্টার স্থাপন করা হয়েছে।
  • Help Desk: - Help Desk এর মাধ্যমে পাসপোর্ট সেবা গ্রহীতাদের সেবা প্রদান করা হচ্ছে।
  • ডিসপ্লেবোর্ডস্থাপনঃ পাসপোর্ট প্রাপ্তি সহজীকরন করতে নানাবিধ তথ্য সম্বলিত নির্দেশিকা এবং নাগরিক সচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন প্রকার ডিসপ্লে বোর্ড স্থাপন করা হয়েছে।
  •  

  • নাগরিকসেবাকেন্দ্রস্থাপনঃ অফিসের নিচ তলায় নাগরিক সেবা কেন্দ্র স্থাপনপূর্বক সেখানে পাসপোর্ট ফরম পূরনের নিয়মাবলী সহজবোধ্যভাবে লিপিবদ্ধ করে টানানো হয়েছে। এর পার্শ্বেই পূরনকৃত নমুনা ফরমও বোর্ডে টানানো হয়েছে। যে কেই ফরম পূরনের নিয়মালী ও পূরনকৃত নমুনা ফরমটি দেখে সহজেই তার ফরমটি পূরন করতে পারবেন। এ সেবা কেন্দ্রের দায়িত্বরত একজন কর্মচারী পাসপোর্ট ফরম বিতরণসহ ফরম পূরনের নিয়মাবলী ও পূরনকৃত ফরম বুঝিয়ে দেন এবং ফরম পূরনে সহায়তা করে থাকেন। তাছাড়া এখানে গাম/আঠা, স্টাপলার,কলম ইত্যাদি সহায়তা দেয়া হয়। অধিকন্তু অফিসের প্রধান ফটকের পার্শ্বেই ফরম পূরনের নিয়মাবরী ও পূরনকৃত নমুনা ফরম টানানো হয়েছে।
  •  

  • Disableদেরসহায়তারজন্য Calling Bell Systemঃ অফিসের নিচ তলায় Watting room এ একটি Calling Bell এর ব্যবস্থা  করা হয়েছে। Calling Bell টি বাজলে অফিসের কর্মচারী তাকে সহায়তার জন্য এগিয়ে যান।
  •  

  • Open door Policyঃ প্রতি কমৃদিবসে অফিস চলাকালীন পরিচালকের কক্ষে পাসপোর্ট সংক্রান্ত যে কোন সমস্যা নিয়ে পাসপোর্ট সেবা প্রত্যাশীদের সাক্ষাতের সুযোগ রয়েছে।
  •  

  • পূরনকৃতনমুনাফরমপ্রদর্শনঃ আবেদনকারীদের ফরম পূরণ সহজীকরন ও তাদের বুঝার সুবিধার্থে অফিস আঙ্গিনার প্রবেশ গেটের পার্শ্বে, অফিস আঙ্গনার ভিতরে ও নাগরিক সেবা কেন্দ্রে কয়েকটি স্থানে পূরনকৃত নমুনা ফরম বোর্ডে টাঙ্গিয়ে রাখা হয়েছে।
ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
15/05/2019
আর্কাইভ তারিখ
11/06/2018