Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Online jogajog
  • Facebook Page খোলাঃ- অফিসের জন্য নিজস্ব Facebook ID খোলা হয়েছে এবং Facebook Page এ অভিযোগ ও সমস্যা সম্পর্কে মন্তব্য করার সুযোগ তৈরী ও সমস্যার তাৎক্ষনিক সমাধান করার পাশাপশি বিভিন্ন পরামর্শ গ্রহন করা হয়।

 

  • Facebook Page এ Eid Upload করাঃ- তৈরী অথচ দীর্ঘদিন অবিলিকৃত পাসপোর্টের Eid নম্বর সেবা প্রার্থীদের সুবিধার জন্য Facebook Page এ Upload করে তাদের পাসপোর্ট গ্রহনের জন্য অনুরোধ করা হয়।

 

  • সোস্যাল মিডিয়া আড্ডাঃ- সোস্যাল মিডিয়া আড্ডার আযোজনের মাধ্যমে অভিযোগ, সমস্যা ও পরামর্শ গ্রহন করে সমস্যার সমাধান ও সেবার মানন্নোয়নে ব্যবস্থা গ্রহন।

 

  • নাটিকা প্রচারঃ- জনসচেতনতা বৃদ্ধিতে Youtube/Facebook এ পাসপোর্ট ও ভিসা সর্ম্পকিত নাটিকা Upload করা এবং অফিসের অপেক্ষাগারে স্থাপিত ডিসপ্লে মনিটরে তা দেখানোর ব্যবস্থা।

 

  • পুরস্কারের ব্যবস্থাঃ উন্নত পাসপোর্ট সেবা প্রদানের জন্য অত্র অধিদপ্তরের ২০১৬ সাল থেকে কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে থেকে শ্রেষ্ট কর্মকর্তা ও কর্মচারী নির্বাচন করে তাদেরকে ক্রেস্ট ও  পুরস্কার প্রদান করা হচ্ছে।