১৯৬২ খ্রিঃ আঞ্চলিক পাসপোর্ট অফিস, খুলনা প্রতিষ্ঠিত হয়। এ সময়ে অফিস প্রধান ছিলেন একজন সহকারী পরিচালক। ভাড়া বাড়ীতে অফিসের কার্যক্রম পরিচালিত হত। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত উদ্যোগ ও ২০১০ খ্রিঃ মেশিন রিডেবল পাসপোর্ট ও মেশিন রিডেবল ভিসা কার্যক্রম শুরুর প্রেক্ষিতে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের সাংগঠনিক কাঠামোতে ব্যাপক পরিবর্তন সাধিত হয়। যার ফলশ্রুতিতে এ আঞ্চলিক অফিসটি বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিস, খুলনা এবং এর অফিস প্রধানের পদটি সহকারী পরিচালক থেকে পরিচালক (৪র্থ গ্রেড) পদমর্যাদায় উন্নীত করা হয়। এ অফিস থেকে খুলনা জেলাধীন বসবাসকারী বাংলাদেশী নাগরিকদের পাসপোর্ট প্রদান এবং খুলনা বিভাগের অধীনে অবস্থানকারী বিদেশী নাগরিকদের ভিসার মেয়াদ বৃদ্ধি, দেশ ত্যাগের অনুমতি এবং প্রদান করা হয়। এছাড়া অত্র বিভাগের অধীনে প্রত্যেক জেলায় পাসপোর্ট অফিস স্থাপনের মাধ্যমে পাসপোর্ট সেবা প্রদান করা হচ্ছে। পরবর্তীতে ২০১২ খ্রিঃ আবেদনকারীদের সুবিধার্থে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদেশে ও নিজ উদ্যোগে ০.৫০ একর জমিতে ৬.২৫ কোটি টাকা ব্যয়ে বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিস, খুলনার নিজস্ব ভবন নির্মাণ করা হয় এবং ০৩ মার্চ, ২০১৮ খ্রিঃ তারিখে মাননীয় প্রধানমন্ত্রী তা উদ্বোধন করেন। উক্ত অফিসেই বর্তমানে পাসপোর্ট ও ভিসা সেবা প্রদান করা হচ্ছে। বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিস, খুলনা ও এর আওতাধীন ১০ টি আঞ্চলিক অফিস আছে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS